॥শাহ্ ফারুক হোসেন॥ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগর(সালামতপুর) গ্রামের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের বাড়ী ও স্মৃতি জাদুঘরে যাওয়ার একমাত্র রাস্তাটি মধুমতি নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
গত ২১শে আগস্ট সকালে কামারখালী ইউনিয়নের গন্ধখালীতে নদী ভাঙ্গন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েকশত নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বোন জোহরা বেগম, কামারখালী ইউপির সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, এনামুল হক, আমিন উদ্দিন, জুয়েল মিয়া, সাবিনা ইয়াসমিন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, এরই মধ্যে রউফনগরে যাতায়াতের একমাত্র সড়কটির প্রায় তিনশত মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ২০টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে বিঘœ ঘটছে। দর্শনার্থীরা বীরশ্রেষ্ঠ রউফের বসতভিটা ও স্মৃতি জাদুঘর দেখতে এসে সেখানে যেতে পারছে না। এ অবস্থায় সড়কটি পুনঃনির্মাণসহ মধুমতি নদীর ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য তারা সরকারের নিকট দাবী জানান।