॥শেখ মামুন॥ রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের ১০জন আসামী গ্রেফতার হয়েছে। গত ১৯শে আগস্ট রাতে রাজবাড়ী শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ঃ রাজবাড়ী শহরের বিনোদপুরের মৃত জামাল মিয়ার ছেলে ইদ্রিস মিয়া, ভবাণীপুর রেল কলোনীর রেজাউল করিম সিকদার পিন্টুর(জেলা যুবদলের সাধারণ সম্পাদক) ছেলে পারভেজ সিকদার(২২), দক্ষিণ ভবাণীপুরের শামছু সরদারের ছেলে ওমর আলী সরদার, লক্ষ্মীকোলের মৃত আবেদ সরদারের ছেলে ছবেদ সরদার, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুরের মৃত গফুর সরকারের ছেলে মিলন সরকার, লুৎফর ব্যাপারীর ছেলে সুমন ব্যাপারী, ধুলদী লক্ষ্মীপুরের মজিদ মুন্সীর ছেলে মাজেদ মুন্সী, মাধব লক্ষ্মীকোলের আব্দুল শেখের ছেলে ওসমান শেখ, আলাল সরদারের ছেলে সিরাজ সরদার ও সোনাকান্দরের মৃত আব্দুল শেখের ছেলে রাতুল শেখ। তাদের মধ্যে ইদ্রিস মিয়া ও ওমর আলী সরদার সাজাপ্রাপ্ত এবং অন্যান্য বিচারাধীন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী। এছাড়াও সাজাপ্রাপ্ত ইদ্রিস মিয়াকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গতকাল ২০শে আগস্ট গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।