॥লাবনী আক্তার॥ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নাতনী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর কন্যা যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতীর পক্ষ থেকে গতকাল ১৮ই আগস্ট দুপুরে রাজবাড়ী সরকারী শিশু পরিবার (এতিমখানা) নিবাসীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এ সময় কানিজ ফাতেমা চৈতীর সঙ্গে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, রাজবাড়ী পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি লাবনী আক্তার, ৫নং ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক টুম্পা আক্তার, ৭নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মুক্তা খাতুন এবং শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় কানিজ ফাতেমা চৈতীর নেতৃত্বে যুব মহিলা লীগের নেতাকর্মীরা মরহুম কাজী হেদায়েত হোসেনের কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ এবং তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।