শনিবার, ১৭ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় পুলিশের অভিযানে ৬জন আসামী গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ১৬ই আগস্ট রাতে ও গতকাল শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে একশত গ্রাম বিক্রেতা গাঁজাসহ হাজেরা খাতুন, এছাড়া এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজিজ মোল্লা, ডাকাতি মামলার আসামী রুহুল আহম্মেদ, ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুল মালেক, মারামারি মামলার আসামী শাহিন খান ও শিপন খান মোট ৬জন আসামীকে গ্রেফতার করেছে।
জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বে এস.আই হুমায়ুন রেজা ও এএসআই এনায়েত হোসেনসহ সঙ্গীয় পুলিশ মৌরাট ইউপির বাগদুলী গ্রাম থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা হাজেরা খাতুন, এএসআই মাসুদুল ইসলাম ও এএসআই মুকুল মোল্লাসহ সঙ্গীয় পুলিশ সিআর ৬২৯/১৭, দায়রা ৫৯৭/১৮ মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাবাসপুর ইউপির চরঝিকড়ী গ্রামের আজিজ মোল্লাকে, এএসআই মাসুদুল ইসলাম ও এএসআই মুকুল মোল্লাসহ সঙ্গীয় পুলিশ ডাকাতি মামলার আসামী পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের ওসমান মন্ডলের ছেলে রুহুল আহম্মেদ, এএসআই বদিউজ্জামান ও এএসআই সোহেল রানা সিআর ৫৩৭/১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বাবুপাড়া ইউপির সোজানগর গ্রামের লুয়াই প্রামানিকের ছেলে আব্দুল মালেক ও কসবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস.আই কায়সার হামিদসহ সঙ্গীয় পুলিশ পাংশা মডেল থানার একটি মামলার (মামলা নং-৫, তারিখ ১৭/০৮/২০১৯ খ্রিঃ ধারাঃ ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৪২৭/৫০৬ দঃ বিঃ) এজাহার নামীয় দু’জন আসামী কসবামাজাইল ইউপির সুবর্ণকোলা গ্রামের মৃত নজির উদ্দিন খানের ছেলে শাহিন উদ্দিন খান ও একই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে সিপন খানকে গ্রেফতার করে। ধৃত আসামীদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পাংশা মডেল থানার থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া কসবামাজাইল ও সরিষা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা রোধে পুলিশী টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!