॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল ১৭ই আগস্ট সকালে রাজবাড়ী সরকারী কলেজের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
প্রধান অতিথি হিসেবে এই পোনা মাছ অবমুক্ত করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাঈদ আহম্মেদসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ও পোনা মাছ অবমুক্তকরণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজস্ব বাজেটের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে উন্মুক্ত/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার নির্বাচিত ১৮টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ৩৮৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। তার মধ্যে রাজবাড়ী সরকারী কলেজের পুকুরে ৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।