॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকালে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যাল মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ও সহকারী কমিশনার(ভূমি) শাহ্ মোঃ সজীব, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি থানার পক্ষ থেকে থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা ও সাধারণ সম্পাদক সামছুল আলম সূফিসহ অন্যান্য নেতৃবৃন্দ, এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াকান্দি সরকারী কলেজ, বালিয়াকান্দি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর ১মিনিট নীরবতা পালন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বের করা হয় শোক র্যালী। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে এসে শেষ হয়। শোক র্যালী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) শাহ্ মোঃ সজীব, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত, বালিয়াকান্দি থানার এস.আই দিপন কুমার মন্ডল ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ এবং উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ৯জনের মধ্যে মোট ৫লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
এছাড়াও বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘মানবতার মাতৃসদন’ নামের একটি সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচী পালন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদে প্রজেক্টরের সাহায্যে বড় পর্দায় বঙ্গবন্ধুর উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।