॥লাবনী আক্তার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে সংগঠনের পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়। এরপর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র্যালী নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণের পর পুনরায় শোক র্যালী করে দলীয় কার্যালয়ে এসে দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, যুব মহিলা লীগ নেত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর কন্যা কানিজ ফাতেমা চৈতী, পৌর যুব মহিলা লীগের সভাপতি মুক্তি রাণী কর ও সিনিয়র সহ-সভাপতি লাবনী আক্তারসহ জেলা, পৌরসভার ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের যুব মহিলা লীগের নেতাকর্মীরা এসব কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
এছাড়াও বেলা ১১টায় তিনি গোয়ালন্দ উপজেলা ও পৌর যুব মহিলা লীগের নেতাকর্মীদের সাথে সেখানকার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচী পালন এবং দুঃস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেন।