॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা সরকারী কলেজে গতকাল ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মঃ তৈয়েবুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের ডঃ মনিরুল ইসলাম ও একই বিভাগের মোঃ মনজুরুল ইসলাম ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টে নিহতদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা।
অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আতাউল হক খান চৌধুরীর পক্ষে শিক্ষকবৃন্দ এছাড়া বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, গণিত, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগ, বিএনসিসি ও রোভার স্কাউটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়।