॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৪ই আগস্ট সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও কমিটির সভাপতি দিলসাদ বেগমের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার), সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান সরকার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী(চঃ দাঃ) কে.বি.এম সাদ্দাম হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব ও এডঃ দেবাহুতি চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় এ সময় উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও কমিটির সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আগস্ট মাস বাঙালী জাতির ইতিহাসে সবচেয়ে বেদনার মাস। ১৯৭৫ সালের এই মাসের ১৫ই তারিখে স্বাধীনতা বিরোধী পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গভীর ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে সেনাবাহিনীর কিছু বিপথগামী অর্থলোভী কুলাঙ্গাররা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। আমরা সকলে যথাযথ মর্যাদার সাথে ১৫ই আগস্টের শোকাবহ দিবসটি পালন করবো। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাট দিয়ে মানুষ যেভাবে নির্বিঘেœ ঈদে বাড়ী গেছে, সেভাবে আবার যাতে নির্বিঘেœ কর্মস্থলে ফিরতে পারে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ শেষ না হওয়ার ফলে চলাচলকারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির মৌসুমের পর কাজটি দ্রুত শেষ না করলে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ধাওয়াপাড়া থেকে গোদার বাজার পর্যন্ত এলাকায় পদ্মা নদী থেকে সরকারী রাজস্ব আদায়ের জন্য বালুমহাল ইজারা দেয়া হয়। এই বালু উত্তোলনের ফলে শহর রক্ষা বেড়িবাঁধের ক্ষতি হওয়াসহ স্থায়ীভাবে নদীর তীর সংরক্ষণ কাজ ব্যাহত হয়। এ জন্য আগামী বছর থেকে যাতে বালুমহাল ইজারা দেয়া না হয় সে ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সাথে কথা বলবো।
আমি বিভিন্নভাবে জানতে পেরেছি, জেলা পুলিশের অনেক সদস্য ও তাদের সোর্সরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে পুলিশ সুপারকে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ পর্যায়ক্রমে একটি একটি করে ইউনিয়নকে মাদকমুক্ত করার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, শুধুমাত্র একটি ক্যামেরা বা মোবাইল নিয়ে অনেকে নিজেকে সাংবাদিক দাবী করে ব্যবসায়ীসহ বিভিন্ন নাগরিককে ভয়-ভীতি প্রদর্শন করে তাদের কাছে মোটা অংকের অর্থ আদায় করছে। সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ারমত এদের অনেকের নেই যোগ্যতা। আমি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অনুরোধ করবো বিষয়টি খতিয়ে দেখবেন।
তিনি আরো বলেন, ইদানীং রাজবাড়ী শহরের বিভিন্ন জায়গায় চুরি সংঘটিত হচ্ছে। এসব চুরি রোধকল্পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। জেলায় যতগুলো সরকারী অফিস আছে তার মধ্যে আমার জানা মতে, সদর সাব-রেজিস্ট্রি অফিস ও আঞ্চলিক পাসপোর্ট অফিসে কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ সহযোগিতায় দালাল চক্র সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানী করে অতিরিক্ত অর্থ আদায় করছে, যা কোনভাবেই মেনে নেয়া যায় না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে এনে সাধারণ মানুষ যাতে এই ভোগান্তির থেকে রেহাই পায় সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহবান জানান।
এছাড়াও তিনি তার বক্তব্যে রাজবাড়ী বাজার ও পৌরসভায় ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা আয়োজন এবং জেলার উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদৎ বার্ষিকী পালন করা হবে। দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরে ফেরার সময় মানুষ যেভাবে নির্বিঘেœ যেতে পেরেছে, সেভাবে কর্মস্থলে ফেরার সময়ও যাতে নির্বিঘেœ ফিরতে পারে সে ব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ ঘাটে কর্মরত সকল সংস্থার সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঈদের সময়ে যাত্রী ও যানবাহনের প্রচন্ড চাপ থাকা সত্ত্বেও পুলিশ যেভাবে যানবাহনের সিরিয়াল ও শৃঙ্খলা রক্ষা করেছে সে জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বর্তমানে দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। এ জন্য জনসচেতনতা সৃষ্টি করা জরুরী। ভারী বৃষ্টিতে মশা মরে যায়। এ জন্য ভারী বৃষ্টি হওয়ার পর ঘরে ঠিকমতো স্প্রে করা দরকার। অনেক সভায়ই বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু অনেক দপ্তরেই সভার সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হয় না। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বক্তব্য মতে, রাজবাড়ীতে অর্থলোভী চক্র নোটারী পাবলিকের মাধ্যমে মেয়েদের বয়স বাড়িয়ে বিয়ে দিচ্ছে। এ ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়াও তিনি জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান,পিপিএম(বার) বলেন, রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় গত কয়েক দিনে চুরির ঘটনা ঘটেছে-ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য পৌর মেয়রের সহযোগিতায় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। এতে চুরি, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। পৌর মেয়রের বক্তব্য মতে, শহরের বিভিন্ন জায়গায় মোটর সাইকেল আরোহীরা হেলমেট ছাড়া ২/৩জন করে বেপরোয়াভাবে চলাচল করছে। আগামীতে লাইসেন্স ও হেলমেট ব্যাতীত কাউকেই মোটর সাইকেল চালাতে দেয়া হবে না। এ জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে দেশে ডেঙ্গু আতংক বিরাজ করছে। এই ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশাকে নির্মূলে লিফলেট বিতরণ ও মশা মারার ওষুধ স্প্রে করা হচ্ছে। যদিও এসব পুলিশের কাজ না, তারপরও জনসচেতনতার জন্য পুলিশ এগুলো করছে। সভায় রাজবাড়ী বাজার এলাকায় বিভিন্ন মার্কেটের সামনে মোটর সাইকেল পার্কিং করায় যানজটের কথা বলা হয়েছে। মূলত রাজবাড়ী বাজারের মধ্যে পৌরসভাসহ কোন মার্কেটেরই পার্কিংয়ের ব্যবস্থা নাই। পৌরসভাকেই এই পার্কিংয়ের ব্যবস্থা করে সমস্যার সমাধান করতে হবে। এছাড়াও তিনি তার বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সকলকে পুলিশকে সহযোগিতার মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।