॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে গতকাল ৮ই আগস্ট দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৭৩জন শিক্ষক-ছাত্র-ছাত্রীকে ক্রেস্ট উপহার এবং সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী ১২জন শিক্ষার্থীর মাঝে প্রত্যেকের ১হাজার করে নগদ টাকা প্রদান করা হয়।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় নবনির্মিত অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে পাংশার সুনাম ও সাফল্য আছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সচেতন হওয়ার গুরুত্বারোপ করে মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, সঙ্গদোষে যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে। তাই নিজের সন্তান কোথায় কি করছে তার খোঁজ খবর রাখতে হবে।
তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতির জনক বঙ্গবন্ধুকে অনুপ্রেরণা দিতেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও শিল্প-কলকারখানায় চাকুরীর সুযোগ সৃষ্টি হচ্ছে। চাকুরীর জন্য নিজেদের যোগ্য হতে হবে।
অনুষ্ঠানে নিজ নামীয় মুক্তিযোদ্ধা সম্মানীভাতা থেকে অস্বচ্ছল পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিমাসে ২০জনকে ৫শত টাকা করে বৃত্তি প্রদানের ঘোষণা দেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে সেনগ্রাম ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহীম, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদা খাতুন, পাংশা সরকারী কলেজের রোভার স্কাউটের সিনিয়রমেট শেখ সুজন, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া জান্নাত শ্রুতি ও পাংশা পাইলট গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসমিয়া খাতুন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞান অর্জনে সৃজনশীল মেধা চর্চার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার। উপস্থাপনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল আলম।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, জেলা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে সম্মাননা ক্রেস্ট উপহার, বিশেষ অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ও ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাসকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও অনুষ্ঠানের সভাপতি ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলামকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।