রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীর বিভিন্ন স্থানে অতিরিক্ত মূল্যে ডার্বি সিগারেট বিক্রি করা হচ্ছে॥খুচরা বিক্রেতারা খরিদ্দারদের ঠকাচ্ছে

  • আপডেট সময় রবিবার, ৪ আগস্ট, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসট্যান্ড, কালুখালী উপজেলার গান্ধিমারা বাজার, মোহনপুরসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত মূল্যে বৃটিশ আমেরিকান টোব্যাকোর ডার্বি সিগারেট বিক্রি করা হচ্ছে।
জানা গেছে, ১০ শলাকার এক প্যাকেট ডার্বি সিগারেটের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য ৩৫ টাকা। স্থানীয় পরিবেশক ওই মূল্যেই দোকানে দোকানে ডার্বি সিগারেট সরবরাহ করে, যা খুচরা বিক্রি করার কথা প্রতি শলাকা ৪টাকা বা প্রতি প্যাকেট ৪০ টাকা দরে। এতে তাদের প্রতি শলাকায় ৫০ পয়সা করে বা প্রতি প্যাকেটে ৫টাকা করে লাভ করার কথা। কিন্তু অসাধু খুচরা বিক্রেতারা গত দেড় মাস ধরে গ্রাহকদের জিম্মি করে প্রতি শলাকা ৪টাকার পরিবর্তে ৫ টাকা বা প্রতি প্যাকেট ৫০ টাকা দরে বিক্রি করে আসছে। এতে তারা প্রতি শলাকায় দেড় টাকা বা প্রতি প্যাকেটে ১৫ টাকা করে লাভ করছে, যা অস্বাভাবিক এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।
এ ব্যাপারে ডার্বি সিগারেটের স্থানীয় পরিবেশকের সাথে কথা বলে জানা গেছে, তারা নির্ধারিত মূল্যেই দোকানে দোকানে চাহিদা অনুযায়ী সিগারেট সরবরাহ করেন। যার প্রতি শলাকা খুচরা বিক্রির কথা ৪টাকা করে। কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে সে খরিদ্দারদের সাথে প্রতারণা করছে।
জেলার বিভিন্ন স্থানে খরিদ্দারদের জিম্মি করে বহু মুদি দোকানদার প্রতারণার মাধ্যমে অতিরিক্ত মুনাফা করার প্রতিযোগিতায় নেমেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!