॥মোক্তার হোসেন॥ ডেঙ্গু প্রতিরোধে রাজবাড়ীর পাংশা পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল ১লা আগস্ট সকালে পাংশা পৌরসভার বিষ্ণুপুরে এই মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস। পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুন সুমী, পাংশা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বাদশা মন্ডল, পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস জানান, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তাদের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে। সেই সাথে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রয়োজনীয় ওষুধসহ স্প্রে মেশিন নিয়ে পৌরসভার কর্মীরা বাড়ী বাড়ী ও বিভিন্ন ডোবায় স্প্রে করছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ীর আঙ্গিনা, পুকুর, ডোবা, জলাশায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।