॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বালিয়াকান্দি কলেজের উদ্যোগে গতকাল ২৫শে মার্চ পৃথকভাবে জাতীয় গণহত্যা দিবস পালন করা হয়।
বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিকেল ৪টায় বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা এহিয়াতুজ্জামান।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুমা আফরোজ তুলি প্রমুখ উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জালন, মশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান মোল্যার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল খান রিজু প্রমুখ। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন।
বালিয়াকান্দি কলেজের উদ্যোগে দুপুরে কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মোঃ আতিয়ার রহমান(রাষ্ট্র বিজ্ঞান) ও নজরুল ইসলাম(ভূগোল) প্রমুখ।
সভাপতির বক্তব্য কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ২৫শে মার্চ নারকীয় গণহত্যার বর্ননা দেন। সভা পরিচালনা করেন কলেজের প্রভাষক(ভূগোল) ও শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম। আলোচনা সভা শেষে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।