॥কুষ্টিয়া প্রতিনিধি॥ ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর দায়ে কুষ্টিয়ার মিরপুর থানাধীন পোড়াবহ বাজার থেকে রজব আলী মন্ডল(৪০) নামের এক মোবাইলের মেকানিককে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৯শে জুলাই দুপুরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল পোড়াদহ বাজারের এ.কে টেলিকম নামের মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে গুজব ছড়ানোর কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত মোবাইল মেকানিক রজব আলী মন্ডল মিরপুর থানাধীন ছাতিয়ান দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক মন্ডলের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মোবাইল মেকানিক রজব আলী মন্ডল অসৎ উদ্দেশ্যে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য ফেসবুকে গুজব ছড়ানোসহ উস্কানীমূলক পোস্ট দিয়ে আসছিল। সম্প্রতি ‘চট্টগ্রামে মাদ্রাসা থেকে বাচ্চা নিয়ে যাওয়ার সময় কল্লাকাটা এক ব্যক্তিকে গণপিটুনীর পর সে এ পর্যন্ত ১২টি বাচ্চা নেয়ার ভয়াবহ বর্ণনা দিল’ মর্মে মিথ্যা অপপ্রচার চালিয়ে দেশের মধ্যে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তাকে কুষ্টিয়ার মিরপুর থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।