॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে গতকাল ২২শে জুলাই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ত্রাণ সামগ্রী বিতরণ করেছে।
গতকাল সোমবার বিকেলে ইঞ্জিন চালিত ট্রলার যোগে ঘুরে ঘুরে এ দুটি ইউনিয়নের ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রাজবাড়ী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি মোঃ আহসান উল্লাহ, সদর উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসম কুমার রায়, সদর উপজেলার প্রশিক্ষক খানে আলম, গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরিদা ইয়াসমিন ও উপজেলা আনসার কোম্পানী কমান্ডার ইমদাদুল হক পলাশ প্রমূখ উপস্থিত ছিলেন।
দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বন্যা দুর্গতদের মাঝে শুকনা খাবার হিসেবে চিড়া, মুড়ি, বিস্কুট, পানি, গুড়, চিনি, মোমবাতি, ম্যাচ, স্যালাইন ও কিছু ঔষুধপত্রসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।