রাজবাড়ী শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের চত্বর অবৈধভাবে দখল করে সংঘবদ্ধ একটি চক্র গড়ে তুলেছে ছোট-বড় ৪টি বালুর চাতাল। রাত-দিন সেখানে চলছে কয়েকটি ভেকু দিয়ে বালুর লোড-আনলোড কার্যক্রম। এতে টার্মিনাল এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই এলাকার থাকা সরকারী কয়েকটি অফিস, টার্মিনালে থাকা মোটর গ্যারেজ, বিভিন্ন দোকানপাটসহ বাস-ট্রাক ও স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়াও রয়েছে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি। রাজবাড়ী পৌরসভা নিয়ন্ত্রণাধীন এ টার্মিনালে অবৈধভাবে বালুর চাতাল করা হলেও পৌরসভা কর্তৃপক্ষ নীরব থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে এলাকাবাসী ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসনের নিকট দাবী জানিয়েছে -খন্দকার রবিউল ইসলাম মজনু।