॥করিম ইসহাক॥ বালিয়াকান্দি উপজেলার রাজধরপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ বাসার শেখ গংদের ধারালো অস্ত্রের আঘাতে ও বেধড়ক মারপিটে সামসুন নাহার বেগম নামে এক গৃহবধূ গুরুতর জখম হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় দুই দিন পর 19গতকাল ১৮ই জুলাই গৃহবধূ সামসুন নাহার বেগমের বড় ছেলে কামরুজ্জামান বাদী হয়ে একই গ্রামের প্রতিপক্ষ বাসার শেখ, আশিক বিশ্বাস, নেকবার বিশ্বাস ও নাছির শেখসহ ৭জনকে আসামী করে রাজবাড়ীর ১ নং আমলী আদালতে দন্ড বিধির ৪০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৩৫৪/১০৯ ধারায় মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা যায়, জমিজমার বিরোধকে কেন্দ্র করে মামলার বাদী পক্ষকে খুন-জখম করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত থাকে প্রতিপক্ষ বাসার শেখ গং। গত ১৬ই জুলাই বিকালে বাদীর বসতবাড়ীর উঠানে প্রতিপক্ষদের বাড়ী সংলগ্ন বাদীর খড়ির মাচার একটি খুঁটি বৃষ্টিতে নরম হয়ে ভেঙ্গে গেলে বাদীর মাতা সামসুন নাহার ও স্ত্রী মেরামত করতে থাকে। এ সময় মামলার আসামী পক্ষ এসে মাচার জায়গা নিজেদের দাবী করে বাদীর মাতা সামসুন নাহার ও তার স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাসার শেখ তার হাতে থাকা ধারালো বটি দিয়ে বাদীর মাতা সামসুন নাহারকে খুন করার উদ্দেশ্যে মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখমের পাশাপাশি বেধড়কভাবে মারপিট করে আহত করে।