রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ১৪ই জুলাই সকালে সদর উপজেলা পরিষদের হলরুমে জাইকা ও ইউজিডিপি’র সহায়তায় সদর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত ‘ভূমি ব্যবস্থাপনা, ভূমি বিষয়ক সাধারণ জ্ঞান ও সচেতনতা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়ালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।