॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোনার ঘাট এলাকায় চন্দনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল ১০ই জুলাই দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নবাবপুর ইউনিয়নের কুড়িপাড়া পদমদী গ্রামের আঃ কাদের শেখের ছেলে রফিক শেখ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে আরসিসি পিলার দিয়ে যে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ কাজ করছিল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তা বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের এসও মাহমুদুল হাসান বলেন, আরসিসি পিলার দিয়ে পাকা স্থাপনা নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে। এরপরও যদি আবার কাজ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে রফিক শেখ দাবী করেন, তিনি রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা গিয়াস ও ওয়ার্ক এ্যাসিসটেন্ট কাসেমের মাধ্যমে ৩০হাজার টাকা দিয়ে ২৪ হাত বাই ১২ হাত জমি লিজ নিয়ে দোকান ঘর নির্মাণ করছিলেন। তবে এর স্বপক্ষে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেননি।