সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

লক্ষ্মীকোলে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০১৯

॥লাবনী আক্তার॥ বাংলাদেশ যুব মহিলা লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ী পৌর যুব মহিলা লীগের আয়োজনে গতকাল ৬ই জুলাই বিকালে শহরের লক্ষ্মীকোল আটাশ কলোনীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি লাবনী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় ১নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি রোজী আক্তার, সাধারণ সম্পাদক নূপুর আক্তার, ২নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি বিউটি জামান আসাদ, সাধারণ সম্পাদক তানজিয়া আলম মিশু, ৩নং ওয়ার্ড যুব মহিলা লীগের জোসনা আক্তার, নাদিরা খাতুন, ৫নং ওয়ার্ড যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক টুম্পা আক্তার, ৬নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি পাখি বেগম, ৭নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মুক্তা আক্তার, সাধারণ সম্পাদক ডালিয়া সুলতানা, ৮নং ওয়ার্ড যুব মহিলা লীগের নাহিদা আক্তার এবং ৯নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি আক্তারী খাতুন মুন্নাসহ যুব মহিলা লীগের পৌর ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে পৌর যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি লাবনী আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য কাজী কেরামত আলীর হাতকে শক্তিশালী করতে কানিজ ফাতেমা চৈতির নেতৃত্বে যুব মহিলা লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজবাড়ী জেলায় যুব মহিলা লীগের যে ইউনিটগুলো রয়েছে তার মধ্যে পৌর ও এর ওয়ার্ড ইউনিটগুলো সবচেয়ে শক্তিশালী। একে আরও শক্তিশালী করতে হবে। রাজবাড়ীর তথা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা সেলিম দেওয়ান। দোয়া ও মোনাজাত শেষে যুব মহিলা লীগের উপস্থিত সকল নেতাকর্মীকে মিষ্টিমুখ করানো হয়।
যুব মহিলা লীগের নেত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতী এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!