॥স্টাফ রিপোর্টার॥ আগামী ৯ই জুলাই অনুষ্ঠিতব্য রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী এ.জে মিন্টু।
তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী হিসেবে রয়েছেন বর্তমান সভাপতি আবুল হাসান গাজী। শেষ সময় পর্যন্ত সমঝোতার মাধ্যমে সভাপতি নির্বাচিত করা সম্ভব না হলে কাউন্সিলরদের ভোটাভুটির মাধ্যমেই সভাপতি নির্বাচিত করা হবে।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এ.জে মিন্টু বলেন, দলের বিগত ২টি কাউন্সিলেও তিনি সভাপতি প্রার্থী ছিলেন। প্রথমবার আবুল হাসান গাজী বলেছিলেন পরবর্তী কাউন্সিলে তিনি আর সভাপতি প্রার্থী হবেন না।
মিন্টু আরো বলেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী, ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে আমার সম্পর্ক এবং রাজনৈতিক-সামাজিক কর্মকান্ডের কারণে এবার তারা আমাকেই সভাপতি হিসেবে বেছে নিবে। আমি সভাপতি নির্বাচিত হলে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগকে রাজবাড়ী পৌরসভার মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে গড়ে তুলবো। নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবো এবং সকলকে সাথে নিয়ে মিলেমিশে দল পরিচালনাসহ ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো।