॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগমকে গতকাল ৪ঠা জুলাই বিকেলে তার অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ উজ্জল খানের নেতৃত্বে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান একই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মজিবর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, সদর উপজেলা কমিটির সভাপতি শোয়ায়েব খান, সহ-সভাপতি ওয়াজেদ আলী মীর, সাধারণ সম্পাদক আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা আক্তার মনি, বরাট ইউনিয়নের দফাদার মোঃ ওহাব শেখ ও সুলতানপুর ইউনিয়নের দফাদার স্বপন কুমার বিশ্বাসসহ সদর উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর অন্যান্য সদস্যরা।