॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদের মালিকানাধীন নতুন ও রি-কন্ডিশন টাটা পিকআপের বিক্রয় কেন্দ্র মেসার্স রাফিদ মটরসের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৩০শে জুন বিকালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দার নুরুজ্জামান মার্কেটে (টিএন্ডটির পাশে) শোরুমটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন নিলয় মটরসের কর্মকর্তা মোঃ আশিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে নিটল-নিলয় এক্সপ্রেসের রাজবাড়ী ও গোপালগঞ্জ ডিভিশন অফিসার মোঃ সাইফ হুসাইন, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, দাদশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
মেসার্স রাফিদ মটরসের প্রোপাইটর সাইফুল ইসলাম এরশাদ জানান, গ্রাহকদের সেবা দেয়ার লক্ষ্যে টাটা কোম্পানী ভালো মানের গাড়ী সরবরাহ করে আসছে। রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের কাগজসহ এই গাড়ীর ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। গাড়ী বিক্রির পাশাপাশি এই শোরুম থেকে অন্যান্য সেবাও দেয়া হবে।