॥স্টাফ রিপোর্টার॥ পোস্টাল একাডেমী রাজশাহীতে চলমান ৬৮তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিসিএসের বিভিন্ন ক্যাডারের ১৫জন কর্মকর্তাকে রাজবাড়ী জেলায় সংযুক্তি প্রদান করা হয়েছে।
তাদের মধ্যে বিসিএস(প্রশাসন) ক্যাডারের ৪জন, বিসিএস(পুলিশ) ক্যাডারের ২জন, বিসিএস(কৃষি) ক্যাডারের ৫জন, বিসিএস(নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১জন, বিসিএস(প্রাণিসম্পদ) ক্যাডারের ২জন এবং বিসিএস(সমবায়) ক্যাডারের ১জন কর্মকর্তা রয়েছেন।
এদের মধ্যে ৮জন কর্মকর্তা গতকাল ২৯শে জুন রাজবাড়ীতে যোগদান করেছেন। সন্ধ্যায় জেলা প্রশাসক দিলসাদ বেগম রাজবাড়ী সার্কিট হাউজে তাদেরকে স্বাগত জানান।
পরে জেলা প্রশাসক কর্মকর্তাদের সাথে সার্কিট হাউজ মিলনায়তনে এক ব্রিফিং সভায় মিলিত হন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, মাঠ সমীক্ষা কার্যক্রমের ফোকাল পয়েন্ট অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম এবং সমন্বয়কারী সহকারী কমিশনার দিলশাদ জাহান, সহকারী কমিশনার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে কর্মকর্তাগণ ১ম সপ্তাহ (৩০শে জুন হতে ৪ঠা জুলাই) জেলায় সংযুক্ত থাকবেন, ২য় সপ্তাহ (৭ই জুলাই হতে ১১ই জুলাই) উপজেলায় এবং ৩য় সপ্তাহ (১৪ই জুলাই হতে ১৮ই জুলাই) পুনরায় জেলায় সংযুক্ত থেকে নির্ধারিত কার্যাদি সম্পন্ন করবেন।