॥স্টাফ রিপোর্টার॥ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না টানানোয় রাজবাড়ী সদর উপজেলার বানীবহ বাজারের ৩টি দোকানকে ৬হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৪শে জুন অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান বাজার অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় বানীবহ বাজারের পন্ডিত মেডিক্যাল হলকে ২হাজার টাকা ও রাজু মেডিক্যাল হলকে ৩হাজার টাকা এবং মূল্য তালিকা না টানানোয় একই আইনের ৩৮ ধারায় এসএস কৃষি/বীজ ঘরকে ১হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযানকালে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার পরামর্শ দেয়া হয়।