॥স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচী ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪শে জুন সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ রক্তদান কর্মসূচী ও রচনা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। এতে বিভিন্ন কলেজ ও স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
পরে বিকেলে রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপু, সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি শাওনা মিয়া টাইসন, সাধারণ সম্পাদক জালাল পাঠান, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবীর হোসেন হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
রচনা প্রতিযোগিতার বিচারক ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রফেসর ফকরুজ্জামান মুকুট ও রাজবাড়ী সরকারী কলেজের ইতিহাস বিভাগের প্রধান মোঃ আকতার হোসেন।