সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ‘অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস থ্রো ইফেকটিভ ডেলিভারী অব সার্ভিসেস, ইনোভেটিভ ট্রান্সফরমেশন এন্ড একাউন্টিবিলিটি ইনস্টিটিউশন্স’-শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল ২৩শে জুন সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
এরপর কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক(যুগ্ম-সচিব) মোঃ শওকত আলী।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ বাকাহীদ হোসেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ আজম ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিপাদ্য বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেমিনারের প্রধান অতিথি ও প্রধান আলোচক জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, জাতিসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর ২৩শে জুন আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থাসমূহ দিবসটি পালন করছে। আমরা যারা সরকারী কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছি তাদের সকলের উচিত জনগণের সেবক হিসেবে কাজ করা। বাংলাদেশ সিভিল সার্ভিস বিভাগের কর্মচারীগণ ক্যাটাগরী অনুযায়ী বিভিন্ন ধাপে তাদের কার্য সম্পাদন করে থাকেন। সেই দিক থেকে বিচার করলে উপজেলা ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ সরাসরি সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনকল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। জেলা প্রশাসকের উপরের ধাপের কর্মকর্তাগণের জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার সুযোগ খুবই কম। সেই দিক বিচারে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক থেকে পদোন্নতি জনিত কারণে যুগ্ম-সচিব হওয়ায় জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমার কাজ করার পরিধি অনেক কমে গেল। তবে রাজবাড়ী জেলায় ২বছর ১ মাস জেলা প্রশাসক হিসেবে কর্মকালীন সময়ে জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে জনকল্যাণে কাজ করার সুযোগ পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকে আমি জেলায় সরকারীভাবে যেসব কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলো যেন জনকল্যাণে হয় সে ব্যাপারে সকলকে কাজ করার অনুরোধ জানাচ্ছি। আমি আশা করবো আমরা যারা সরকারী কর্মচারী হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছি সকলে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করবো, যাতে এই কাজের মাধ্যম সাধারণ মানুষ উপকৃত হয় বলে তিনি উল্লেখ করেন।
এছাড়াও তিনি তার আলোচনায় আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ও বাংলাদেশের সিভিল সার্ভিস বিভাগের কার্যক্রম, সরকারের এসডিজি বাস্তবায়নের লক্ষ্য পূরণ, জনকল্যাণে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!