॥স্টাফ রিপোর্টার॥ আজ ২৪শে জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম। গতকাল ২৩শে জুন বিকেলে তিনি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌছান।
১৯৮৪ সালের ১লা মার্চ জেলা সৃস্টির পর থেকে এ পর্যন্ত ২১জন রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দিলসাদ বেগম জেলার ২২তম এবং নারীদের মধ্যে ৫ম জেলা প্রশাসক হিসাবে আজ দায়িত্বভার গ্রহণ করবেন।
গত ১১ই জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর জেলা প্রশাসক পদে রদবদল করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব দিলসাদ বেগমকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলী করাসহ বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব পদে বদলী করা হয়।
পরবর্তীতে গত ১৬ই জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেকটি পৃথক প্রজ্ঞাপনে মোঃ শওকত আলীকে পদোন্নতি দিয়ে সুরক্ষা সেবা বিভাগেরই যুগ্ম-সচিব পদে পদায়নের আদেশ জারী করা হয়।
নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম কিশোরগঞ্জের সন্তান। তিনি ২১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৩ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। রাজবাড়ীর জেলা প্রশাসক পদে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব পদে কর্মরত ছিলেন। তার আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব পদে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী গ্রামের বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বসিরুল হক ও জরিনা আক্তার খাতুন দম্পতির সন্তান দিলসাদ বেগম তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়। তার শৈশব-কৈশোর ও বেড়ে ওঠা কিশোরগঞ্জ শহরে। কিশোরগঞ্জ শহরের পশ্চিম হারুয়া এলাকার বাসায় বড় হয়েছেন তিনি। কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী এসভি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশের পর তিনি সরকারী গুরুদয়াল কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে তিনি বায়ো-কেমিস্ট্রিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ১ পুত্র ও ১কন্যা সন্তানের গর্বিত জননী। তার স্বামী প্রতিষ্ঠিত একটি প্রাইভোট কোম্পানীর পরিচালকের দায়িত্ব পালন করছেন।
অপরদিকে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া বিদায়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী আজ ২৪শে জুন নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজবাড়ী ত্যাগ করবেন।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সন্তান মোঃ শওকত আলী প্রশাসন ক্যাডারের দক্ষ একজন কর্মকর্তা হিসেবে সুপরিচিত। ২বছর ১মাস রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দল-মত নির্বিশেষে জেলার সর্বস্তরের মানুষের আস্থা, সম্মান ও ভালোবাসা অর্জন করেন।