॥মোখলেছুর রহমান॥ আসন্ন কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম গতকাল ২রা জুন বিকালে উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
বিকাল ৪টার দিকে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজার ও বাসস্ট্যান্ডে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন। এরপর বিকাল ৫টার দিকে তিনি বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মৃগী বাজারের ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে তিনি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
নির্বাচনের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, যারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন করেন তাদের নৌকার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। নৌকা বঙ্গবন্ধুর নৌকা, নৌকা শেখ হাসিনার নৌকা, নৌকা বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের নৌকা। তাই আওয়ামী লীগের রাজনীতি করলে নৌকায় ভোট দিতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের জনগণের প্রতি আমার আস্থা রয়েছে। আশা করি, আগামী ১৮ই জুনের নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।