বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ঈদকে সামনে রেখে রাজবাড়ী বাজারের জুতার দোকানগুলোতে ক্রেতাদের ভীড়

  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০১৯

॥মাহফুজুর রহমান॥ জুতার বাংলা নাম পাদুকা। ধনী-গরীব, নারী-পুরুষ, বড়-ছোটসহ সকলের জন্যই জুতা অপরিহার্য। পোশাক যত দামী, বৈচিত্র্যময় আর রুচিশীলই হোক না কেন-জুতাতেই ফুটে ওঠে আসল ব্যক্তিত্ব।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সব ধরণের ক্রেতারাই ভীড় জমাচ্ছেন জুতার দোকানগুলোতে। ২০ রমজান পর্যন্ত রাজবাড়ী বাজারের জুতার দোকানগুলোতে ক্রেতাদের তেমন ভীড় না থাকলেও বর্তমানে বিক্রেতারা ক্রেতা সামাল দিতে ব্যস্ত। জুতার মার্কেট ও দোকানগুলোতে ছুটছে ক্রেতারা। সবারই চাই নতুন পোশাকের সঙ্গে মিলিয়ে নতুন জুতা।
রাজবাড়ী বাজারের প্রধান সড়ক সংলগ্ন জি জে সু হাউজ, করিম সু হাউজ, রুপালী ব্যাংক মোড়ের আক্কাছ সালেহা টাওয়ার, মিয়া প্লাজার বাটা সু স্টোর এসব জুতার দোকান ঘুরে দেখা যায়, ক্রেতাদের উপচেপড়া ভীড়। তবে তরুণীরা জুতা-স্যান্ডেল কেনায় এগিয়ে। কারণ তাদের একজোড়া জুতা-স্যান্ডেলে চলে না। প্রতিটি পোশাকের সঙ্গে ম্যাচিং করে তাদের চাই জুতা-স্যান্ডেল। কিশোরীরা এখন পাতলা স্লিপার স্যান্ডেলের পাশাপাশি উঁচু হিলের স্যান্ডেলের দিকেও ঝুঁকছে।
জি জে সু হাউজে কথা হয় পরিবার নিয়ে জুতা কিনতে আসা নজরুল ইসলাম ও রাজবাড়ী সরকারী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী রিথা ইয়ামিন লিজাসহ একাধিক ক্রেতার সঙ্গে। তারা জানান, ঈদে পছন্দের পোশাকের সাথে নতুন ডিজাইনের মানসম্মত জুতার জন্যই এখানে আসা। প্রতি বছরের ন্যায় এবারও তারা দেশের ও দেশের বাইরের চীন,-ভারতসহ বিভিন্ন দেশের ভালো কালেকশন এনেছে।
জি জে সু হাউজের মালিক গোলাম জিলানী কাদেরী ও তার ছেলে গোলাম ইয়াজদানী বলেন, আমাদের শো রুমে ছেলে-মেয়ে উভয়েরই এক্সক্লুসিভ ডিজাইনের জুতা-স্যান্ডেল আছে। দেশের বাইরে চীন-ভারতের বিভিন্ন ডিজাউনের জুতাসহ আমাদের নিজস্ব কারখানার জি জে ব্যান্ডের জুতাও ক্রেতাদের মন কেড়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!