॥স্টাফ রিপোর্টার॥ অবৈধ প্রক্রিয়ায় খাবার পানি বাজারজাতকরণের দায়ে রাজবাড়ী সদরের ‘আর.ও ড্রিংকিং ওয়াটার’ নামের একটি প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৫শে মে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
এছাড়াও অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়।