॥চঞ্চল সরদার॥ ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও’-শ্লোগানকে সামনে রেখে কৃষি ফসলের লাভজনক দামের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ২২শে মে বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি ও জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আবুল কালাম, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস ছাত্তার মন্ডল, সহ-সভাপতি ইলিয়াস খাঁ, সাধারণ সম্পাদক শুকুমার সরকার, গোয়ালন্দ উপজেলার শাখার সাধারণ সম্পাদক ক্বারী মোঃ শাহাবুদ্দিন, জেলা সিপিবির সদস্য অধ্যাপক সৌমেন দাস ভরত, ধীরেন্দ্র নাথ দাস, সাংবাদিক লিটন চক্রবর্তী ও জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ফসলের লাভজনক দাম দিতে হবে। যদি কৃষকরা ফসলের ন্যায্য দাম না পায় তাহলে তারা ফসল চাষ করবে না। অবিলম্বে প্রতিটি ইউনিয়নে সরকারী ক্রয় কেন্দ্র চালু করে সরাসরি কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে মণ ক্রয় করতে হবে। মুনোফালোভী রাইস মিল মালিক ও ধান-চাল সিন্ডিকেটের প্রতারণা, শোষণ রুখে দাঁড়াতে হবে। বিদ্যুৎ বিভাগ ও ভূমি অফিসের দুর্নীতি রোধ করতে হবে। কৃষিতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে হবে। ধান কাটা ও রোপনের যন্ত্রের ব্যবস্থা করতে হবে। সেচ যন্ত্র, সার, বীজ-কীটনাশকের দাম কমাতে হবে। বাজেটে কৃষি খাতের বরাদ্দ বাড়াতে হবে।