॥আশিকুর রহমান॥ রাজবাড়ী জেলার ৩০টি অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির বিষয়ে গত ১৪ই মে সাপ্তাহিক সাহসী সময় ও দৈনিক মাতৃকণ্ঠে “রাজবাড়ীতে ৩০টি অনুমোদনহীন কারখানায় রং ও কেমিক্যাল দিয়ে তৈরী হচ্ছে নিম্নমানের আইসক্রিম” শিরোনামে সংবাদ প্রকাশ ও জিটিভি’তে প্রতিবেদন প্রচারের পর নড়েচড়ে বসেছে প্রশাসন।
গতকাল ১৬ই মে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের জমজম আইসক্রিম কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, অনুমোদনহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রঙ ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরির দায়ে জমজম আইসক্রিম কারখানার মালিক শাহাদত শেখকে জাতীয় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারায় ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় তাকে কারখানা চালাতে নির্ধারিত যে অনুমোদনের প্রয়োজন সেই অনুমোদন নিয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে আইসক্রিম তৈরি করে ব্যবসা করার জন্য বলা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম আরো জানান, রাজবাড়ী জেলায় অনুমোদনহীন যে সকল আইসক্রিম কারখানা রয়েছে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।