বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দুই সপ্তাহের প্রশিক্ষণে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাজবাড়ীর জেলা প্রশাসক শওকত আলী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ ৩০জন কর্মকর্তা দুই সপ্তাহের সরকারী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগামী ১৮ই মে রাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন।
জানা গেছে, সিঙ্গাপুর এয়ালাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল(রঃ) আন্তর্জাতিক বিমানবন্দন থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। এ জন্য গতকাল ১৫ই মে সন্ধ্যায় তিনি রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ ১৬ই মে দুপুরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাগণ সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের ব্রিফিং সেশনে অংশ নিবেন।
জানা গেছে, অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গ্রিফিথ ইউনিভার্সিটিতে ‘বেস্ট প্র্যাকটিস অব গভর্ন্যান্স এন্ড স্ট্র্যাটেজী ম্যানেজমেন্ট ফর এ্যাকাউন্ট্যাবিলিটি’ শীর্ষক ১২দিনের এই প্রশিক্ষণে(২২শে মে থেকে ২রা জুন পর্যন্ত) ১২দিনব্যাপী সরকারী প্রশিক্ষণে ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ১জন যুগ্ম-সচিব, ৮জন জেলা প্রশাসক, ৫জন উপ-সচিব, ১১জন উপজেলা নির্বাহী অফিসার, ১জন সিনিয়র সহকারী সচিব এবং ৪জন সহকারী কমিশনার(ভূমি)।
তারা হলেন ঃ মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম-সচিব ড. মোঃ আব্দুল মান্নান, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া, নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পাবনার জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, ভোলার জেলা প্রশাসক মোহাম¥দ মাসুদ আলম ছিদ্দিক, কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন, মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব রিয়াসাত আল ওয়াসিফ, উপ-সচিব মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী, মুহাম¥দ মিজানুর রহমান, চৌধুরী মোয়াজ্জেম আহমদ, মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল, গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী রায়, জামালপুরের সরিষাবাড়ীর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানিউল ফেরদৌস, কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আহমেদ পলি, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল হাসান, মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বণিক, বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা, কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জামান, ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মানোয়ার, বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার, ঢাকার তেজগাঁও সার্কেলের সহকারী কমিশনার(ভূমি) মোঃ শরীফুল আলম তানভীর, নড়াইল সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আজিম উদ্দিন, চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মিন্টু বিশ্বাস এবং ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ নুরের জামান চৌধুরী।
অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ গ্রহণ শেষে আগামী ৪ঠা জুন জেলা প্রশাসক মোঃ শওকত আলী রাজবাড়ীতে ফিরে আসবেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!