মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ডিসি অফিসের সাবেক নাজির হাফিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক নাজির মরহুম হাফিজুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল ১৩ই মে সকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার অফিস কক্ষে জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ অফিসসমূহের কর্মচারীদের দেয়া আর্থিক সহায়তার ৬২হাজার ৭৭০টাকা তার হাফিজুর রহমানের স্ত্রী মোছাঃ মনিরা আক্তার ও তার ২সন্তানের হাতে তুলে দেন।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খান, জেএম শাখার প্রধান সহকারী মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, এলজি শাখার উচ্চমান সহকারী আফরোজা চৌধুরী, জেএম শাখার উচ্চমান সহকারী খালেদা ফেরদৌস লক্ষ্মী, সংস্থাপন শাখার উচ্চমান সহকারী নাসরিন আক্তার, নেজারত শাখার উচ্চমান সহকারী সুশান্ত কুমার শিকদার, অফিস সহকারী বাসুদেব কুমার সরকার, সহকারী নাজির হাবিবুর রহমান এবং মরহুম হাফিজের শ্বশুরসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আর্থিক সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক মরহুম হাফিজের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের পরিবার যাতে যথাসময়ে পারিবারিক পেনশনসহ অন্যান্য সরকারী সুযোগ-সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মরহুমের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, মোঃ হাফিজুর রহমান কিডনী রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৯শে মার্চ-২০১৯ রাতে মৃত্যুবরণ করেন। কিডনী রোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!