॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসকের গোপনীয় সহকারী(সি.এ) মোঃ মকবুল হোসেন খান দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে প্রশাসনিক কর্মকর্তা হয়েছেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত ২৭শে এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনমূলে মোঃ মকবুল হোসেন খানকে প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পদায়ন করা হয়। কিন্তু সরকারী কাজের স্বার্থে রাজবাড়ীর জেলা প্রশাসক তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখায় সংযুক্তি আদেশ প্রদান করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার শূন্য পদে পদায়ন/বদলীর জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের নিকট পত্র প্রেরণ করেন। তদপ্রেক্ষিতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে গত ৬ই মে জারীকৃত এক প্রজ্ঞাপনমূলে তাকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে পদায়ন/বদলী করা হয়।
দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে পদোন্নতি পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে পদায়ন/বদলী করায় জেলা প্রশাসকের কার্যালয়ের(কালেক্টরেটের) কর্মচারীরা গতকাল ৭ই মে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আজ ৮ই মে তিনি নতুন পদে যোগদান করবেন বলে জানাগেছে।
উল্লেখ্য, মোঃ মকবুল হোসেন খান ১৯৮৭ সালের ২০শে আগস্ট সার্টিফিকেট সহকারী পদে পাংশা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে যোগদান করেন। ১৯৮৮ সালে জেলা প্রশাসকের কার্যালয়ের সংস্থাপন শাখায় প্রেষণে বদলী হওয়ার পর ১৯৮৯ সালে তাকে অফিস সহকারী পদে আত্মীকরণ করা হয় এবং জেলা প্রশাসকের গোপনীয় শাখায় বদলী করা হয়। ১৯৯১ সালে তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্টেনোগ্রাফার পদে যোগদান করেন। ১৯৯৯ সাল পর্যন্ত সেখানে চাকুরী করে তিনি আবার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে বদলী হয়ে আসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এর গোপনীয় সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তদানীন্তন জেলা প্রশাসক মরহুমা রাজিয়া বেগম তার কাজের দক্ষতা দেখে তাকে জেলা প্রশাসকের গোপনীয় সহকারী হিসেবে বদলী করেন। তারপর থেকে তিনি এ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। মাঝে জেলা প্রশাসকের গোপনীয় সহকারী পদে আরও ৩জন কর্মচারী নিয়োগ পেলেও তারা বেশী দিন দায়িত্ব পালন করতে পারেননি।