॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম রেজা গতকাল ৭ই মে সকালে জামালপুর ও বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই জরিমানা আদায় করেন।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জামালপুর বাজারের ফল ব্যবসায়ী আরিফকে ২হাজার টাকা, রাজ্জাক হোটেলের মালিক আঃ রাজ্জাককে ৫হাজার টাকা, মিষ্টির দোকানের মালিক আলহাজ্বকে ২হাজার টাকা, মুদি দোকানী সিকরাইলকে ৩হাজার টাকা এবং বালিয়াকান্দি বাজারের মা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সলেমানকে ৩০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বালিয়াকান্দি থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।