॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে ৬জন পঙ্গু ও ২২জন মৃত শ্রমিক পরিবারের মাঝে ২৮লাখ টাকার অনুদান দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
গত ১লা মে দুপুরে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পঙ্গু শ্রমিক ও মৃত শ্রমিকের পরিবারের হাতে এ অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এর আগে মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব ও রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ।
এ সময় জেলা বাস মালিক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মুরাদ হাসান মৃধা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রকিবুল ইসলাম পিন্টু।
মোঃ রকিবুল ইসলাম পিন্টু জানান, যে সমস্ত পুঙ্গ ও মৃত শ্রমিক সদস্যেদের অনুদান দেয়া হয়েছে তারা সবাই আমাদের ইউনিয়নের সদস্য ছিলেন। এর মধ্যে ২৬জন মৃত ও ৬জন পুঙ্গ শ্রমিক। প্রত্যেককেই ১লাখ টাকা করে মোট ২৮লাখ টাকার অনুদান দেয়া হয়েছে।