মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ইজিবাইক বৃত্তি-সৌর বিদ্যুৎ ও শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৭শে এপ্রিল দুপুরে মিজানপুর ইউনিয়ন বহুমুখী আদিবাসী কল্যাণ সমিতির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর মধ্যে ইজিবাইক, বৃত্তি, সৌর বিদ্যুৎ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস, বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাহার আলী, মিজানপুর ইউনিয়ন বহুমুখী আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি বিমল কুমার তাঁতি প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ^াস বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের ধারার মধ্য দিয়ে মধ্যম আয়ের দেশে রূপান্তরের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি সফলতা লাভ করেছেন। প্রত্যেকটি বিষয়ে তার সুদৃষ্টি রয়েছে। সেই সুদৃষ্টির কারণে আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য আপনাদের নিকট সাহায্য পৌঁছে দিচ্ছেন। যে সকল আদিবাসীরা সংগঠনের সাথে যুক্ত হননি, তারা সংগঠনের সাথে যুক্ত হবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের যা সাহায্য করার দরকার আমরা করবো। সরকার আদিবাসীদের ছেলেমেয়ে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ দিচ্ছে, তাই তাদেরকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। ভালো রেজাল্ট করতে হবে এবং সেটা আমাদের দেখাতে হবে। তোমরা রাষ্ট্রের সম্পদ, তোমাদের মানুষ হতে হবে। মানুষ না হলে রাষ্ট্রের সম্পদ হওয়া যাবে না। তোমরা প্রধানমন্ত্রীর সাহায্য নিয়ে মানুষ হবে। যদি রেজাল্ট ভালো করে দেখাতে পারো তাহলে উপজেলা পরিষদের পক্ষ থেকে থেকে তোমাদেরকে পুরস্কৃত করা হবে।
সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান বলেন, আমরা সামনে উন্নত দেশের কাতারে যেতে চাই। আর উন্নত দেশের কাতারে যেতে হলে আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একই কাতারে নিয়ে আসতে হবে। রাজবাড়ীতে ভিক্ষুকের তালিকা করা হয়েছে। তালিকাভুক্ত এই ৩৩৩জন ভিক্ষুককে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ এসব থেকে সমাজকে দূরে রাখতে হবে। বক্তব্যের শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর মধ্যে ইজিবাইক, বৃত্তি, সৌর বিদ্যুৎ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!