সেনাবাহিনী প্রধান কর্তৃক প্রয়াসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ - দৈনিক মাতৃকণ্ঠ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সেনাবাহিনী প্রধান কর্তৃক প্রয়াসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল ১লা মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের বিশেষ শিক্ষা কার্যক্রমের ৫টি বিশেষ স্কুল, একীভূত শিক্ষা কার্যক্রমের ৩টি স্কুল এবং উচ্চ শিক্ষা কার্যক্রমের আওতাভূক্ত প্রয়াস ইন্সটিটিউট অব স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চ এর অনার্স ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে দুই দিন ব্যাপী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৯০টি ইভেন্টে ১ম ২য় ও ৩য় পুরস্কার লাভ করেছে মোট ২৯২জন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশেষ শিক্ষার্থীসহ সকল প্রতিযোগীকে সাš¡Íনা পুরস্কার প্রদান করা হয়। সমাপনী দিনে অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে ও আকর্ষণীয় যেমন খুশী তেমন সাজো ইভেন্টে অংশ নেয়।
সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক,এসবিপি,এনডিসি,পিএসসি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে পরিচালিত প্রয়াস এর বহুমুখী কার্যক্রম দেখে মুগ্ধ হন এবং ভূয়সী প্রশংসা করেন। প্রয়াসের কার্যক্রমকে আরো বেগবান করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক সোমা হক। এছাড়াও বিভিন্ন সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গসহ মিডিয়া কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এবং সমাজের আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রয়াস কেন্দ্রীয় শাখার নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ কর্নেল মোঃ শহীদুল আলম,এসজিপি এবং স্বাগত বক্তব্য রাখেন প্রয়াস কেন্দ্রীয় শাখার পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, বিএসপি,এসজিপি,এএফডব্লি¬উসি,পিএসসি।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি বিশেষ শিশুদের তৈরি হস্তশিল্পের এবং প্রয়াস ইন্সটিটিউট অব স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চের শিক্ষার্থীদের তৈরি শিক্ষা উপকরণের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন -আইএসপিআর।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!