বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

শ্রীলংকায় ৩ গির্জা ও ৩ হোটেলে বোমা বিস্ফোরণে নিহত ২০৭॥আহত ৪৫০

  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০১৯

॥মাতৃকণ্ঠ ডেস্ক॥ গতকাল ২১শে এপ্রিল শ্রীলংকায় ইস্টার সানডে পালনকালে তিনটি হোটেল ও তিনটি গির্জায় সিরিজ বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ২০৭-এ উন্নীত হয়েছে। এছাড়া আরো সাড়ে চার শ’র বেশি লোক আহত হয়েছে। পুলিশের মুখপাত্র রুওয়ান গুনাসেকেরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, এ হামলার সাথে সংশ্লিষ্টতার জন্য এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, এ হামলাগুলোতে আত্মঘাতী বোমারু ব্যবহার করা হয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। নিহতদের মধ্যে ৩৫ জন বিদেশী নাগরিক রয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এ হামলাকে কাপুরুষোচিত বলে এর নিন্দা জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেছেন। বিস্ফোরণের ধরণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িতও¡ স্বীকার করেনি। শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এক বক্তৃতায় বলেন, এই হামলা ও বিস্ফোরণের ঘটনায় তিনি স্তম্ভিত।
তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

কলম্বোর সেন্ট এন্থনী’স শ্রিন চার্চ ও রাজধানীর বাইরে নেগোম্বো শহরের সেন্ট সেবাস্টাইন’স চার্চে প্রথম বিস্ফোরণ দু’টি ঘটে। সেন্ট অ্যান্থনীতে বিস্ফোরণে হতা-আহতদের ভিড়ে সকালে কলম্বো ন্যাশনাল হসপিটাল ভরে যায়। বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ নিশ্চিত করেছে যে, রাজধানীর তিনটি হোটেলে ও বাট্টিকালোয়ার একটি চার্চেও হামলা চালানো হয়েছে। এগুলোর মধ্যে একটি হোটেল হচ্ছে চিনামোন গ্র্যান্ড হোটেল। এটি প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে অবস্থিত। হোটেলের একজন কর্মকর্তা বলেন, হোটেলের রেস্তোরাঁয় এ বিস্ফোরণ ঘটে।
বাট্টিকালোয়া হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, বিস্ফোরণের পর ৩ শতাধিক লোককে আহত অবস্থায় এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীলংকার মিনিস্টার অব ইকোনোমিক রিফর্মেশন অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন হার্শা ডি সিলভা এক টুইট বার্তায় বলেন, ‘কয়েক মিনিটের মধ্যেই জরুরি বৈঠক ডাকা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।’ তিনি আরো বলেন, ‘দয়া করে শান্ত থাকুন। ঘরের বাইরে বেরুবেন না।’ এদিকে দেশটির পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা দিন দশেক আগেই হামলার বিষয়ে শীর্ষ কর্মকর্তাদের সতর্ক করেছিলেন। বার্তা সংস্থা এএফপি বলছে, প্রধান গীর্জাগুলোতে আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হচেছ উল্লেখ করে ওই সতর্ক বার্তায় আরো বলা হয়, একটি উগ্রপন্থী মুসলিম গোষ্ঠী ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজি) গীর্জা ছাড়াও কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও হামলা চালানোর ছক করছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ শ্রীলংকায় মাত্র ছয় শতাংশ লোক ক্যাথলিক খ্রিস্টান।
খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই ইস্টার সানডে। গীর্জাগুলোতে বিশেষ প্রার্থনার সময়ে হামলাগুলো চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!