॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকারের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২০শে এপ্রিল বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক বেলা রানী সরকার, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আজিজা খানম, প্রাক্তন প্রধান শিক্ষক শাহীনুর বেগম এবং সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ বিদায়ী প্রধান শিক্ষিকা বেলা রানী সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং তার নতুন কর্মস্থলসহ সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, বেলা রানী সরকারকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় হতে ঢাকার মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলী করা হয়েছে।