॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার উদ্যোগে গত ১৮ই এপ্রিল সকালে ট্রাফিক পক্ষ-২০১৯ (১৬-৩০ এপ্রিল) উপলক্ষে জনসচেতনতা মূলক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় পাংশা মডেল থানা চত্বর থেকে ব্যানার-ফেস্টুন সহকারে র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সাংবাদিক মোঃ মোক্তার হোসেনসহ পাংশা মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ র্যালীতে অংশগ্রহণ করেন।
এদিকে, ট্রাফিক পক্ষ উপলক্ষে পাংশা মডেল থানা বিভিন্ন দৃশ্যমান স্থানে ট্রাফিক আইন এবং এ সংক্রান্ত জনসচেতনতা মূলক তথ্য বহুল বিলবোর্ড টানিয়েছেন।