॥রবিউল ইসলাম মজনু॥ রাজবাড়ী-মাটিপাড়া-বানীবহ ইজিবাইক চালক ও শ্রমিক সমিতির পক্ষ থেকে পৌর পার্কিং ইজারাদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ১৯শে এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে মাটিপাড়া বাজারে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন, বিশেষ অতিথি হিসেবে ইজিবাইকের পৌর পার্কিং ইজারাদার সাজ্জাদুল কবির তানজিম, হান্নান, খোকন, রনি হাসান ও মুরাদ, বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি মোমিন মিয়া এবং উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা মাজেদুর রহমান মাজেদ। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আবুল কালাম, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর পার্কিং ইজারাদারদের অন্যতম ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ সুজন অনুষ্ঠানের আয়োজক রাজবাড়ী, মাটিপাড়া, বানীবহ ইজিবাইক চালক ও শ্রমিক সমিতির সকলকে ধন্যবাদ জানান এবং তাদের সংগঠনের অফিস পরিচালনাসহ সার্বিক কর্মকান্ডে সহায়তার জন্য ইজারাদারদের পক্ষ থেকে প্রতি মাসে ৬হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন।