॥তনু সিকদার সবুজ॥ ট্রাফিক পক্ষ উপলক্ষে (১৬-৩০শে এপ্রিল) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশের আয়োজনে গতকাল ১৮ই এপ্রিল সকালে ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ী ফিরুন’-প্রতিপাদ্যেকে সামনে রেখে সচেতনতা র্যালী অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি থানা থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদাসহ থানার অফিসারবৃন্দ ও পুলিশ সদস্যগণ র্যালীতে উপস্থিত ছিলেন।