॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে বরণ ও বিদায় অনুষ্ঠান গতকাল ১৬ই এপ্রিল দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, বিদায়ী চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল।
এ সময় সদর উপজেলা পরিষদের বিদায়ী ভাইস চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খান, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম ও বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, ভাইস চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খান ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর আক্তার বিউটিকে ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে বিদায় জানানো হয়। রাজবাড়ী সদর উপজেলা পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
উল্লেখ্য, গত ১৫ই এপ্রিল রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।