রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সামন্য বৃষ্টি বা বাতাস হলেই রাজবাড়ীতে বিদ্যুৎ বন্ধ করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে—এমপি কাজী কেরামত আলী

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনে আয়োজনে গতকাল ১৫ই এপ্রিল সকাল সাড়ে ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে.বি.এম সাদ্দাম হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বক্তব্যে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, কোন রকম প্রাকৃতিক দুর্যোগ ছাড়া অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণের মাধ্যমে রাজবাড়ীতে বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সুন্দর এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে গোয়ালন্দ মোড় পর্যন্ত কাজের অগ্রগতি ভালো হলেও বাস টার্মিনাল থেকে জেলখানা পর্যন্ত ফোর লেন ও জেলখানা থেকে পাংশার শিয়ালডাঙ্গী পর্যন্ত অংশের এবং বাগমারা থেকে ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত কাজের অগ্রগতি খুবই কম হওয়ায় এই অঞ্চলের মানুষের রাস্তায় চলাচল খুবই কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাগমার থেকে ধাওয়াপাড়া ও রাজবাড়ী শহরের মধ্যে ফোর লেনের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এই কাজের সাথে যে ওয়াহেদ কনস্ট্রাকশনসহ যে সমস্ত ঠিকাদারী প্রতিষ্ঠান জড়িত রয়েছে তাদের কাজে যাতে আগামী বর্ষার আগে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের মাধ্যমে জনগণের চলাচলে যাতে কোন রকম কষ্ট না হয় সেই লক্ষ্যে আমি সড়ক বিভাগকে কাজের সাথে সংশ্লিষ্ট সকল ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়ে জেলা প্রশাসকের সমন্বয়ে একটি সভা করার আহ্বান জানাচ্ছি। যাতে তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেওয়া যায়।
এমপি কাজী কেরামত আলী বলেন, আসন্ন রমজানে রাজবাড়ীতে বিদ্যুতের কারণে জনসাধারণকে যাতে কোন ধরনের কষ্ট সহ্য করতে না হয় সে জন্য বিদ্যুৎ বিভাগকে অত্যন্ত সজাগ থাকতে হবে। বর্তমানে একটু বৃষ্টি বা বাতাস হলেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঝড়ের কারণে যদি লাইনে কোন অসুবিধা হয় তবে স্বল্প সময়ের মধ্যে সেই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে।
এছাড়াও তিনি এলজিইডির বিভিন্ন কাজের অগ্রগতি, জেলার বর্তমান আইন-শৃঙ্খলা, মাদক, ধর্ষণ, সন্ত্রাস, ইভটিজিং এবং আগামী জুন মাসের মধ্যে জেলার শতভাগ বিদ্যুতায়নসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, গত মাসের মিটিংয়ের পর থেকে বঙ্গবন্ধুর জন্মদিন, মহান স্বাধীনতা দিবস ও নববর্ষসহ ছোট-বড় আরো অনেকগুলো দিবস ও অনুষ্ঠান সকলের সহযোগিতায় অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। রাজবাড়ী পৌরসভা ও পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে একটি ঝামেলা তৈরী হয়ে আজ সকাল থেকে কয়েক ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। সকল পক্ষের সাথে আলোচনা করে সেই সমস্যা সমাধান করা হয়েছে। রাজবাড়ীতে বর্তমানে আইন-শৃঙ্খলা ভালো রয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার সন্ত্রাস, মাদক ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। রাজবাড়ী সড়ক বিভাগের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কাজ আগামী ঈদের আগে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে হবে। যাতে জনগণ এই রাস্তা দিয়ে নির্বিঘেœ চলাচল করতে পারে। গত ১৪ই এপ্রিল রাজবাড়ী শহরের সারের গোডাউনের কাছে সড়ক দুর্ঘটনায় বাক-প্রতিবন্ধী রিক্সাচালকের মারা যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনা ঘটানোর সাথে যারা জড়িত তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে বিষয়ে আমি পুলিশ সুপারের সাথে আলোচনা করব।
তিনি বলেন, রাজবাড়ী রেলগেটের যানজটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণাধীন যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো যাতে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে আগামী মিটিংয়ে পুলিশ সুপারের উস্থিতিতে আলোচনা করা হবে।
এছাড়াও সভায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বিদ্যুৎ সরবরাহসহ জেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেকের ৫বছর মেয়াদপূর্তিতে বিদায় জনিত কারণে তাকে জেলা আইন-শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!