শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

হাসপাতাল সড়কে দুর্ঘটনা রোধে পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীর মানববন্ধন॥স্মারকলিপি পেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের হাসপাতাল সড়কের সারের গোডাউন এলাকায় জীবন-মৃত্যুর ফাঁদ থেকে বাঁচতে সেন্টু স্মরণীসহ হাসপাতাল সড়ক প্রশস্তকরণ ও দিনের বেলায় ইট-বালুভর্তি যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডবাসীর আয়োজনে গতকাল ১৫ই এপ্রিল বেলা ১১টায় হাসপাতাল সড়কের সারের গোডাউনের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ, ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নূরজাহান হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এ.জে মিন্টু, অবঃ শিক্ষক মোঃ ওয়াজেদ আলী মিয়া, ব্যবসায়ী খন্দকার মোর্শেদুল আলম মিলন ও ব্যবসায়ী ইরান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহতাব উদ্দিন তৌহিদ বলেন, সেন্টু স্মরণীতে বিএডিসির বাউন্ডারী ওয়ালের কারণে যানবাহন চালকরা কোন কিছু দেখতে না পেয়ে মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটায়। এর থেকে পরিত্রাণ পেতে আজকের এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। গত ১৩ই এপ্রিল সকালে সেন্টু স্মরণী থেকে হাসপাতাল সড়কে প্রবেশ করার সময় বিএডিসির ওয়ালের কারণে সামনের দিকে দেখতে না পেয়ে ট্রাকের সাথে দুর্ঘটনায় বাক-প্রতিবন্ধী রিক্সা চালক সুব্রত সরকার নিহত হয়। আমরা জরুরী ভিত্তিতে বিএডিসির ওয়ালের কিছু অংশ ভেঙ্গে ফেলাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।
সহকারী অধ্যাপক চৌধুরী আহসানুল করিম হিটু বলেন, অপ্রশস্ততার কারণে হাসপাতাল সড়কটি বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে সেন্টু স্মরণীতে বিএডিসির ওয়ালের কারণে মাঝে-মধ্যেই দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় ওয়ালটির অংশবিশেষ ভেঙ্গে দেয়াসহ অনতিবিলম্বে এই সড়ক দিয়ে দিনের বেলায় ইট-বালুভর্তি চলাচল বন্ধ ও সড়ক প্রশস্তকরণের ব্যবস্থা করতে হবে।
আওয়ামী লীগ নেতা এ.জে মিন্টু বলেন, সারের গোডাউন ও এর আশেপাশে জেলার সবচেয়ে বড় হাসপাতাল, কয়েকটি ক্লিনিক, বিদ্যুৎ অফিস, আনসার ক্যাম্প, একাধিক স্কুল, মাদ্রাসা, মসজিদসহ সরকারী-বেসরকারী অনেক স্থাপনা রয়েছে। অথচ দীর্ঘদিন ধরে এই অপ্রশস্ত হাসপাতাল সড়ক দিয়ে অন্যান্য যানবাহনের পাশাপাশি ইট-বালুভর্তি অসংখ্য ট্রাক চলাচল করে। ট্রাকগুলোর অধিকাংশেরই ফিটনেস নাই এবং প্রায়শই হেলপাররা সেই ট্রাকগুলো চালায়। এতে মাঝে-মধ্যেই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। উপরন্তু সারের গোডাইন সংলগ্ন গুরুত্বপূর্ণ সেন্টু স্মরণীর পাশ দিয়ে বিএডিসির ওয়াল থাকায় চালকরা সামনের দিকে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। সম্প্রতি সুব্রত সরকার নামের একজন বাক-প্রতিবন্ধী রিক্সা চালক মর্মান্তিকভাবে ট্রাকের সাথে দুর্ঘটনায় নিহত ও রিক্সার থাকা একজন মহিলা যাত্রী আহত হয়। ওই মহিলা যাত্রী বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যদি অনতিবিলম্বে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে এ ধরণের দুর্ঘটনা ঘটতেই থাকবে। এমতাবস্থায় আমি জরুরী ভিত্তিকে হাসপাতাল সড়কের এই এলাকার আনসার ক্যাম্প মোড়, সারের গোডাউন মোড়, হাসপাতালের সামনে, টেকনিক্যাল মোড় ও পাবলিক হেলথ মসজিদ মোড়ে স্পিডব্রেকার, বিএডিসি ও বিদ্যুৎ অফিসের আংশিক ওয়াল অপসারণ, সড়কটি প্রশস্তকরণ এবং দুর্ঘটনায় নিহত সুব্রত সরকারের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমাদের মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পৌর মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের জনগুরুত্বপূর্ণসম্পন্ন এসব দাবী মানা না হলে আমরা আরও কর্মসূচী দিতে বাধ্য হবো।
মানববন্ধন শেষে এসব দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপার, পৌর মেয়র, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী ও বিএডিসির সহকারী প্রকৌশলীর নিকট প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১৩ই এপ্রিল সকালে সারের গোডাইন এলাকায় ফিটনেস বিহীন বেপরোয়া বালুবাহী ট্রাকের ধাক্কায় সুব্রত সরকার ওরফে বোবা(৩৫) নামের এক বাক-প্রতিবন্ধী রিক্সা চালকের মৃত্যু এবং সাবিনা ইয়াসমিন(৪৫) নামে ওই রিক্সার একজন যাত্রী গুরুতর আহত হয়।
এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের কর্মসূচী গ্রহণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দিনে-রাতে ২৪ঘন্টাই হাসপাতাল সড়ক দিয়ে বেপরোয়াভাবে ইট, বালু ও মাটিবাহী অসংখ্য ট্রাক চলাচল করে। যার অধিকাংশেরই ফিটনেস ও কাগজপত্রের ঠিক নেই। হেলপাররাও এসব ট্রাক চালায়। নিয়মিত পরিবেশ দূষণ ও প্রায়ই দুর্ঘটনা ঘটালেও কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!