॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরে প্রতিষ্ঠিত লিজা হেলথ কেয়ার-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ১২ই এপ্রিল পালিত হয়।
এ উপলক্ষে কেক কাটা, আলোচনা ও বিশেষ ছাড়ে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
অনুষ্ঠানে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, লিজা হেলথ কেয়ারের পরিচালক দীপক কুন্ডু, নিজাম উদ্দিন, কাউন্সিলর গোবিন্দ কুন্ডু, নুরুল ইসলাম, মাহবুব হোসেন ওরফে খোন্দকার রিপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
গতকাল শুক্রবার সকাল ১১টায় কর্মসূচির উদ্বোধন করে মেয়র মাসুদ বিশ্বাস বলেন, আর্ত মানবতার সেবায় লিজা হেলথ কেয়ার সাফল্যের সাথে দ্বিতীয় বর্ষপূর্তি পালন করে তৃতীয় বছরে পথ চলা শুরু করল। ব্যবসায়ীক মানসিকতা পরিহার করে মানুষের সেবায় লিজা হেলথ কেয়ার দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসা সেবায় অংশগ্রহণের সুযোগ করে দেয়ায় লিজা হেলথ কেয়ার কর্তৃপক্ষের ধন্যবাদ জানান।