॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের ডাকাতির মামলায় থানা পুলিশ ২জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ জামালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে রুবেল মন্ডল(২৩) এবং ফরিদপুরের কোতয়ালী থানাধীন কোষা গোপালপুর গ্রামের রফিক মোল্লার ছেলে শহীদ মোল্লা(৩০)। গ্রেফতারকৃতদের মধ্যে শহীদ মোল্লা গত ১১ই এপ্রিল রাজবাড়ীর ১নং আমলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার এস.আই অংকুর ভট্টাচার্য জানান, গত ১০ই এপ্রিল রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো যাচ্ছে না।
উল্লেখ্য, গত ৩১শে মার্চ রাতে আলোকদিয়া গ্রামের আবু জাহিদ মোল্লার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী ৫/৬জনের একদল ডাকাত গ্রীল কেটে ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পরদিন ১লা এপ্রিল অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামী করে বালিয়াকান্দি থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।